মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

ঠিকমতো ভোট না হলে পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার হবে: সিইসি

যা যা মিস করেছেন

ঠিকমতো ভোট না হলে সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ করে দিয়ে আবার নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য সাহসী হওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন সিইসি।

অনুষ্ঠানের শেষের দিকে দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী সিইসির বক্তব্যের প্রেক্ষিতে জানতে চান—‘আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যে, যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে লিভ ইট।’

সারা দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে আপনি কী করবেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না হলে নির্বাচন হবে না। পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার হবে। ওই সেন্টারে বন্ধ হয়ে যাবে, আবার করবেন। উই হ্যাভ টু বি ক্যারিজিয়াজ, উই হ্যাভ টু ডু দ্যাট।’

এর আগে সিইসি তাঁর বক্তব্যে বলেন, ‘ভোটকেন্দ্রে সিইসি হচ্ছেন প্রিসাইডিং অফিসার। তাকে বলা হয়েছে যে নির্বাচনে অনিয়ম হলে তা প্রতিহত করার উদ্যোগ নেবে। না পারলে বাইরে গিয়ে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবে। তারপরও তা প্রতিহত করতে না পারলে সেখান থেকে চলে যাবে। ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। পরে সেখানে আবার ভোট হবে।’

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ