রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

যা যা মিস করেছেন

লিমন সরকার (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ সরকারী কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ। এ সময় সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, মহিলা আওয়ামী লীগ সভাপতি দেলোওয়ারা বুল বুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবু তাহের মোঃ বদরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও এম সি এল ফুটবল একাডেমি ৪-০ গোলে দিনাজপুরের শামস অপটিক্যাল ফুটবল টিমকে পরাজিত করে।
মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, প্রভাতী ফুটবল টিমের উদ্যোগে টুর্নামেন্টে ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফারী জেলার ৮টি দল অংশ নিবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ