শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ঝালকাঠির বায়তুল্লাহ ঈদগাহ্ জামে মসজিদের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর শহরের পশ্চিম ঝালকাঠি (ওমেশগঞ্জ) বায়তুল্লাহ্ ঈদগাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মুনিরুজ্জামন (কাঠালিয়ার হুজুর)।
বিশেষ অতিথি ছিলেন কেফাইতনগর ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল কাদের, বায়তুল্লাহ্ ঈদগাহ্ জামে মসজিদের সাবেক খতিব মোঃ মাইনুল ইসলাম রাহাত, বরিশাল মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ গাজী আমিনুল ইসলাম।
এসময় মাহফিল পরিচালনা করেন সালমান ফারসি জামে মসজিদের খতিব মোঃ জিহাদুল ইসলাম।

বায়তুল্লাহ্ ঈদগাহ্ জামে মসজিদের সভাপতি মোঃ মোঃ হারুন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন মাওঃ মোঃ রুম্মান হোসেন, বায়তুল্লাহ্ ঈদগাহ্ জামে মসজিদের খতিব মোঃ সানাউল্লাহ।
মাহফিলে কোরআন তিলওয়াত করেন হাফেজ মোঃ মাইনুল ইসলাম। এছাড়া দোয়া মাহফিলে জিকির পরিচালনা করেন নেছারাবাদ দরবার শরিফের তাদরিব বিভাগের সদস্য মোঃ মুবিন।
ইসলামী সংগীত পরিচালনা করেন, মোঃ রিফাত হোসেন। উক্ত মাহফিলের আয়োজন করেন বায়তুল্লাহ্ ঈদগাহ্ জামে মসজিদের মুসল্লিগন ও এলাকার যুব সমাজ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ