বুধবার, নভেম্বর ২২, ২০২৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ফুচকা কন্টেস্ট

যা যা মিস করেছেন

শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ব্যতিক্রমধর্মী ফুচকা কন্টেস্টে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সামজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের নিচে এই আয়োজনটি করা হয়। এই অনুষ্ঠানে ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তিনটি রাউন্ডে ফুচকা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতি রাউন্ড থেকে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ডে ৭ জন অংশগ্রহণ করে। একজনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। চূড়ান্তভাবে বিজয়ী হন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী বাইজিদ আজাদ শাকিল। বিজয়ীকে একটি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাকী ৬ জনকেও গাছের চারা ও বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীড়ক মুশফিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ