সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

কবিরহাট প্রেস ক্লাবের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষনের শুভ উদ্বোধন

(নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শহিদ) –

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের অর্থায়নে নোয়াখালী কবিরাহাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন স্কুলের৫০জন ছাত্র ছাত্রীদের কে কম্পিউটার ট্রেনিং আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষনের শুভ উদ্বোধন হয় কবিরহাট প্রেস ক্লাবের এর সহ-সভাপতি বিধান ভৌমিক এর সভাপতিত্বে ও নুর আলম বিপ্লবের সঞ্চালনায় গতকাল সকাল সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেজবাউল আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসার তানিম রহমান,কোম্পানীগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার মাইন উদ্দিন, চর ফকিরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কবির হাট প্রেসক্লাবের সাংবাদিকগণ সহ কবির হাট উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলাট বিভিন্ন স্কুলের কম্পিউটার প্রশিক্ষনার্থী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেজবাউল আলম ভূঁইয়া, বলেন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি স্কুল কলেজের ছেলে মেয়েরা ঘরে বসে আজ ভর্তির ফরম পূরণ করতে পারে আমাদের প্রতিবেশি দেশ চাঁদে নবোযান পাঠিয়েছে, উন্নত বিশ্বের ছেলে মেয়েরা স্কুলে যেতে গাড়ীতে বসে পড়াশোনা করে আর আমাদের দেশের ছাত্রছাত্রীরা গেম খেলে, তবে আমাদের প্রযুক্তির উন্নয়ন হয়েছে, কম্পিউটার কর্মশালা প্রশিক্ষণের বিকল্প নেই।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসার তানিম রহমান,কোম্পানীগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার মাইন উদ্দিন, চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান আজিজুর রহমান সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ