নীলফামারী জেলা প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগষ্ট তত্কালীন জামাত বিএনপি ও খালেদা পুত্র কুলাঙ্গার তারেক এর প্রত্যক্ষ মদদে ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামীলীগ এর নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল এবং গ্রেনেড হামলার মাধ্যমে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে নীলফামারীর জলঢাকায় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১/আগষ্ট) সকাল ১০ টার সময় নীলফামারী জেলার জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন কার্যালয় এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত দোয়া মাহফিলে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় যে সকল আওয়ামীলীগ নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল শেষে ব্যারিস্টার ড.তুরিন আফরোজের নেতৃত্বে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ আগষ্ট এ শহীদ দের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
উক্ত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলঢাকার তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগের নেত্রী ব্যারিস্টার ড. তুরিন আফরোজ সহ জলঢাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা।