এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) কে আরবের ডাকাত,চোর ও নারী লোভী ইত্যাদি কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নূর কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ আগষ্ট) বিকেল ৩ ঘটিকার সময় বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত তাওহীদি জনতার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হতে থাকে রাজপথ।
নোয়গাঁও দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা নূরুল ইবনে ইমানীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এস এম শামসুদ্দিন মাস্টার,মাওলানা মঞ্জুরুল হক,হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাদি,হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা নাস্তিক আসাদ নূর কে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন।