সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রত্যেকের আইডির একটি নাম থাকে। বিভিন্ন সময়ে এই নাম পরিবর্তন করার দরকার হয়। ৬ মাসে একবারের বেশি নাম পরিবর্তন করা যায় না। তবে নামের পাশে নিক নেম যোগ করার সুযোগ থাকে।
ফেসবুকে নাম পরিবর্তন করতে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। এমন নাম দিতে হয় যেন তা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে না যায়। কীভাবে নাম পরিবর্তন করবেন চলুন জেনে নেওয়া যাক।
ধাপ ১- ফেসবুকে অ্যাপে গিয়ে ডান কোণায় থাকা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান।
ধাপ ২- ড্রপ ডাউন মেন্যু থেকে সেটিংস অপশনে যেতে হবে। এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশন পাবেন।
ধাপ ৩- এই অপশনটিতে ‘নেম’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ফার্স্ট নেম, মিডেল নেম ও লাস্ট নেম অপশনগুলো পাবেন। সেগুলো পূরণ করুন। এরপর ‘রিভিউ চেঞ্জস’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৪- সবশেষে পাসওয়ার্ড দিয়ে ‘সেভ চেঞ্জস’অপশনে ক্লিক করুন।
এভাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনার নাম পরিবর্তনের আবেদন পৌঁছে যাবে। যাচাই বাছাইয়ে আপনার সব তথ্য ঠিক থাকলে নাম পরিবর্তন হবে।