দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবার ইয়েমেনের হুথি আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল-থার্টিনের বিশ্লেষক জিপি ইয়াহযকালি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন।
তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহও এখন ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়।
জিপি ইয়াহযকালি মনে করেন, সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরায়েলকেও টার্গেট করবে। আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক ইসরায়েলি টিভি চ্যানেলকে আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে।
সম্প্রতি ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘ইয়েমেনি তুফান-১’ ও ‘ইয়েমেনি তুফান-২’ নামক পৃথক অভিযানের পর আনসারুল্লাহ নেতারা বলেছেন, এই দুই অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলকেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহ মুসলিম ভূখণ্ড দখলদার ইসরায়েলের ঘোর বিরোধী। তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। এ কারণে সম্প্রতি গাজায় ইয়েমেনিদের প্রতি সংহতি জানিয়েছে মিছিল করেছে ফিলিস্তিনিরা। সূত্র : পার্সটুডে।