দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন সংকট নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি দেশটিতে সফর করবেন।

বরিস জনসন ইউক্রেন যাচ্ছেন এমন এক সময়ে যখন তার বিরুদ্ধে ওঠা লকডাউন পার্টির তদন্ত রিপোর্ট প্রকাশ পেতে চলেছে। বরিসের ইউক্রেন সফর নিয়ে প্রশ্ন উঠছে, তবে কী লকডাউন পার্টির কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী ইউক্রেন যাচ্ছেন?

যদিও তার দফতর সূত্র বলেছে, দুই দেশের মধ্যে যেন কোনো ধরনের রক্তপাত না হয় সেজন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্যই বরিস জনসন ইউক্রেন যাচ্ছেন। রাশিয়া যেন ইউক্রেনের ওপর আক্রমণ না করে, সেটাই প্রধানমন্ত্রী বরিস জনসনের সফরের একমাত্র লক্ষ্য।
এই সফরের পরই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করবেন।

এদিকে ইউক্রেন সংকট নিয়ে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়া আগামী মাসেই (ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালাবে।

যদিও রাশিয়া সরকার বারবার জানিয়ে আসছে তারা কোনো যুদ্ধ চায় না।

সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version