সমুদ্রে বেড়াতে গিয়ে সৈকতে গড়ে উঠা এক রেস্টুরেন্টের কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক তরুণীর। কাঁকড়া খেয়ে অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ভারতের দিঘার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।
খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের হাটতলায় বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন। সৈকত ঘোরার পর স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।