কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ব্যাটারি চালিত অটো রিকশা ঘুরাতে গিয়ে এর পেছনে চাপা পড়ে আহমদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার বিকলে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বিরিশিরি ইউনিয়নের বারইকান্দি নামক এলাকায়।
নিহত আহমদ মিয়া একই ইউনিয়নের ওই গ্রামের মৃত নজর আলী ছেলে। খবর পেয়ে ব্যাটারি চালিত অটো রিকশা ও এর চালক মো. মঞ্জুরুল হককে (৪৮) আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটক অটো চালক উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের মৃত তালেব হোসেনে ছেলে।
জানা যায়, বিকেল ৪টার দিকে ব্যাটারি চালিত অটো রিকশা বারইকান্দি জামে মসজিদের পূর্ব দিকে যাত্রী নামিয়ে দেয়। এসময় রাস্তা সংলগ্ন বাড়ির পাশে আহমদ মিয়া চেয়ারে বসে মাছের জাল বুনতে থাকে এবং অটো রিকশাটি পেছনের দিকে ঘুরানোর সময় তিনি রিকশাটির নিচে চাপা পড়ে যান। পরে নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় ওই বৃদ্ধের। আশপাশের লোকজন এসে দেখেন ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা অটো চালককে আটক করে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রুহু ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, ব্যাটারি চালিত অটো রিকশাটি ও এর চালককে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে পরবর্তী আইনি গ্রহণ করা হবে বলে জানান তিনি।