স্টাফ রিপোর্টার : বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে জমির পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।
এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় নেত্রকোনার বিভিন্ন এলাকায় দলবেঁধে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া সারাদেশে এসব কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম -সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মুন্সীর নেতৃত্বে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ধরুনবালী গ্রামের দরিদ্র কৃষক রাকিব মিয়ার ৬বিঘা জমির পাকা ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুন্সী, জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আকিব খান, জেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল জাঈদ, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর সদস্য মেহেদী হাসান সানি প্রমূখ।
এদিকে এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে রোজার দিনে রোজা রেখে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।
কৃষক রাকিব মিয়া বলেন, জমিতে ধান পেকে গেছে। এই লকডাউনের জন্য শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ অবস্থায় ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এ ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি শফিকুল ইসলাম সহ জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।