কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্ত্রী’র সাথে কথা কাটাকাটির পর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে এসে বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোজিনাা (২১) স্বামী বিল্লাল মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ মার্চ) সকালে বিল্লালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত বিল্লাল উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং তার সিফাত নামে ছয় মাস বয়সি শিশু ছেলে সন্তান রয়েছে।
মৃতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বিল্লাল মিয়া একই উপজেলা ও ইউনিয়নের বিরমাবালা গ্রামে স্ত্রী রোজিনা (২১) ও ছয় মাস বয়সী শিশু সিফাতকে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী’র সাথে বিল্লালের কথা কাটাকাটির এক পর্যায়ে সংসার করবে না বলে জানিয়ে দেয় রোজিনা। এসময় শ্বশুরবাড়ির লোকজনের গালিগালাজ শুনে বিল্লাল নিজ বাড়িতে চলে আসেন।
পরিবার ও স্বজনদের সাথে এসকল কথা খুুলে বলেন এবং পরে সন্ধ্যার দিকে পরিবারের অজান্তে বিষপান করেন। তার ঘুংড়ানোর শব্দ পেয়ে বিল্লালের মা ও তার চাচী তাদের ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন থাকার পরের দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান বিল্লাল।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুন-এ আলম বলেন, মৃতের লাশ উদ্ধার করে রবিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পায়নি এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।