আগামীকাল শুক্রবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে হোটেল, আত্মীয়স্বজন ও পরিচিতদের বাসাবাড়িতে অবস্থান করছেন। তা ছাড়া মহাসমাবেশ ঘিরে ঢাকার নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে এক জরুরি বার্তা দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাহা আলীকে গতকাল রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় আশরাফ আলী দুই…
Author: News Editor
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে বুধবার দিনভর চলে নাটকীয়তা। উত্তেজনাকর এমন পরিস্থিতির ওপর ছিল দেশ-বিদেশের সবার নজর। শেষ পর্যন্ত রাতে দুদল সমাবেশ একদিন পেছানোর ঘোষণা দিলে নাটকীয়তার আপাতত অবসান ঘটে। তবে সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে টানটান উত্তেজনা আরও বেড়েছে। রাজধানীবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা। বিএনপি জানিয়েছে, শুক্রবার তারা সমাবেশ করবে নয়াপল্টনে, আর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বলছে, তারাও তাদের শান্তি সমাবেশ করবে শুক্রবার, পুরাতন বাণিজ্যমেলার মাঠে। বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাদের নিয়ে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। এর আগে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে পুলিশের…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক পাখা (ফ্যান) বিতরণ করা হয়েছে। বুধবার (২৬-জুলাই) ডিমলা উপজেলা পরিষদের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় ১২৭টি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানে ৬৭৫টি বিআরবি লাভলী কোম্পানির বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে তুলে দেন এসব বৈদ্যুতিক পাখা। বিতরণ কার্যক্রমের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ সরকারের…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩টি চা বাগানের জনগোষ্ঠীরা বর্তমানে ১০০ শতাংশ নলকূপের পানি পান করছে, যা পূর্বে ৯১ শতাংশ ছিল। বুধবার সকালে ব্র্যাক লানিং সেন্টারে ওয়াশ এসডিজি ডব্লিউএআই প্রকল্পের এন্ডলাইন স্ট্যাডির ফলাফল উপস্থাপনা এবং পরবর্তী পরিকল্পনা গ্রহন শীর্ষক কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন সিমাভী’র এমইএল অফিসার শামসুর রহমান। সিমাভী’র আয়োজনে ও আইডিয়া’র সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক শাহেদা আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক, সিমাভী’র কান্ট্রি কো-অর্ডিনেটর অলক কুমার মজুমদার,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তীব্র গরমে গত কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ব্যাহত হচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন লক্ষাধিক গ্রাহক। ছোট-বড় মিলে ২২টি চা বাগান ও বিভিন্ন কলকারখানা রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে চা উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার অর্ধেকও বিদ্যুৎ পাচ্ছে না। তবে বৃষ্টি হলে লোডশেডিং কমে আসবে। গত কয়েক দিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এর ফলে ৩০ থেকে ৪০ শতাংশ চা উৎপাদনে হচ্ছে না। একই সঙ্গে লো ভোল্টেজের কারণে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। চা…
জসিম উদ্দীন, নেত্রকোণা নেত্রকোনার কলমাকান্দায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ জুলাই এইদিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরা সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী…
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সিএলএমএস প্রকল্পের সহযোগিতায় বুধবার ( ২৬জুলাই) দুপুরে হাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ সময় বক্তব্য দেন ভেবরা বড় পুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবাব হোসেন,মহিলা ইউপি সদস্য লাকি আক্তার ,দোকান মালিক জয়নাল আবেদিন, আব্দুল মালেক,শিশু শ্রমিক সাদেকুল ইসলাম, সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার অগ্নিশিখা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন কৃষ্টপুর ইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য কামরুজ্জামান কামু, সাদেকুল হোসেন, মোজাফর হোসেন, শরিফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সেলিনা,মাহাফুজা সাংবাদিক, ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙা গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ ইসলাম নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(২৬ জুলাই) দুপুরে শিশু আলিফ বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় বাবার অগোচরে পুকুরে নামলে পানিতে ডুবে যায় আলিফ।নিহত শিশুটি রামডাঙা গ্রামের লিখন ইসলামের ছেলে। অনেক খোঁজা খুঁজির পর তাকে না পেয়ে স্বজনেরা পুকুরের পানিতে দেখলে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজু আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে ‘জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন। বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. শাহিন উর রহমান,সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক মাহামুদুর রহমান,নাগরপুর উপজেলা…
মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে সরকারি চলাচলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৫ জুলাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত দত্ত এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূমি অফিসের পশ্চিম পাশে খালে নামার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান তালতলী বাজারের ৮ টি চলাচলের যায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এখান থেকে ভাসানী দোকানীরা ট্রলারের মালামাল উঠানামা করতো বিভিন্ন কৌশলে এই যায়গা গুলো দখল হয়ে যায়। এই বাজারে বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি নিতে কষ্ট হতো ফায়ার সার্ভিসের…
মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক লিমিটেড আরামনগর শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাাই) দুপুরে আরামনগর বাজারের জয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য ও নিরাপত্তা খাতে একজনকে দুইলাখ ও সাতজনকে সাতলাখ টাকা কৃষি ঋণের চেক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও জামালপুর জোনাল প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন। আরামনগর শাখার ব্যবস্থাপক তারেক হাসান মনিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ্জাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকু মিয়া। নিহত ব্যক্তির নাম রাঙ্গা মিয়া (৫০)। বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাঙ্গা মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে। আহত মোটরসাইকেল চালক রাকু মিয়া হোসেনপুর গ্রামের বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে রাঙ্গা মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় গাইবান্ধা শহরের দিক থেকে আসতে থাকা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাঙ্গা মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায়…
মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ তৃব্য তাপদাহ থেকে পরিত্রান ও পুস্টির চাহিদা পুরনের লক্ষ্যে বেসরকারী এনজিও সংস্থা রেসকিউ এর উদ্যোগে চরাঞ্চলের ৫ শতাধীক মহিলাদের মাঝে ফলজ বৃক্ষ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল, দামদরপুর এলাকায় এ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেসকিউ এর সভাপতি এনামুল হাসান। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও রেসকিউ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেসকিউ এর পরিচালক সানোয়ার হোসেন, এশিয়া বাংলা কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ফরিদুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক গোলাম মোস্তফা, ইউপি সদস্য নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়া,…
আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বুধবার এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে। ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১৯ জুলাই বিবৃতি দেন ঢাকায় বিদেশি ১৩টি মিশন প্রধান। এদের মধ্যে রয়েছেন- পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। একই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের…
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মুছা (৩৯) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী এলাকায় উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। জানা গেছে, উপজেলার আসাদতলী এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে ইজারা বহির্ভূত বালু উত্তোলন করছেন একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। সরেজমিনে সেখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট মো. মুছাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১…
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব সহ আরও ১৬ জনের মৃত্যু। এ সময়ে ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে ছাদে কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন এসব কথা বলেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার পুকুরে পোনা মাছ উন্মোক্ত করেন পরে পরে সরকারী স্কুল মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন । পরে পৌরসভা থেকে একটি বন্যাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরও বলেন,…
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ দেখতে চায় । ইমন গিলমোর বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখা হবে। বাংলাদেশ ও ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার রয়েছে। তাই, সম্পর্কের ক্ষেত্রে আমরা মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তিনি আরও বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে। সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ এর উদ্বোধন করেন। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ…