Author: Shantonun Islam

বারবার বলা হচ্ছে, এটা পুরো শক্তির অস্ট্রেলিয়া দল নয়। কারণ দলে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিনসদের মত বিশ্বখ্যাত তারকারা। ম্যাথু ওয়েডের নেতৃত্বে মঙ্গলবার অস্ট্রেলিয়ার হয়ে যারা খেলতে নামবেন, তাদের হাতেগোনা কয়েকজন (মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, এডাম জাম্পা) ছাড়া বাকি সবার তারকা খ্যাতি, নাম ডাক, অভিজ্ঞতা আর ব্যক্তিগত দক্ষতা বেশ কম। কাজেই যে দলটি এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাঠে টাইগারদের প্রতিপক্ষ, তা অস্ট্রেলিয়ার সত্যিকার দলটির তুলনায় একটু হলেও দুর্বল, অভিজ্ঞতায়ও পিছিয়ে। কিন্তু তাদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে যে দলটি খেলবে, সেটা কি বাংলাদেশের সেরা দল? টাইগাররাও কি নিজেদের সেরা লাইনআপ নিয়ে পূর্ণশক্তিতে খেলতে…

আরও পড়ুন

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিল  দলের। কিন্তু সোমবার হঠাৎই শোনা যায়, এই সফর যথাসময়ে হচ্ছে না। তবে মঙ্গলবার (০৩ আগস্ট) আবার নতুন খবর এলো যে, সিরিজটি পিছিয়ে গেছে প্রায় দেড় বছর। আগামী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক শীর্ষ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই সফরের ব্যাপারটি ইসিবি ও বিসিবি মিলেই নিশ্চিত করেছে। যেখানে পূর্বের মতো তিনটি ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি থাকছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দুই বোর্ড জানায়, পরিকল্পনা অনুযায়ী এই সফরটি ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ঢাকা ও…

আরও পড়ুন

টোকিও অলিম্পিক থেকে খালি হাতেই ফিরছে বাংলাদেশ। আর্চারি, শুটিং, সাঁতার, ও অ্যাথলেটিক্স, এই চার ডিসিপ্লিনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। আর্চারি, শুটিং, সাঁতারের ইভেন্ট থেকে বাংলাদেশের অর্জন ছিল শূন্য। এবার অ্যাথলেটিক্স থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। ৪০০ মিটার স্প্রিন্টের হিটে সবার শেষে থেকে শেষ করেছেন জহির রায়হান। ৪০০ মিটার স্প্রিন্টের হিটে কোয়ালিফাই করেছেন যুক্তরাষ্ট্রের চেরি মিশেল, বারবাডোজের জোন্স জোনাথন এবং জ্যামাইকার টেইলর ক্রিস্টোফার।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন মোট ১৭ জন। কিন্তু তামিম ইকবাল আর লিটন দাস চোটে আক্রান্ত হওয়ায় বিশেষজ্ঞ ওপেনার হিসেবে আছেন মাত্র দুইজন। তারা হলেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ। তাহলে সিরিজে যদি কেউ চোটে আক্রান্ত হয়, ওপেন করবেন কে? প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তিনি বিকল্প হিসেবে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনের নাম ভেবে রেখেছেন! পাঁচটি ম্যাচ হবে মাত্র ৭ দিনে। তাই নতুন করে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। রোববার সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ…

আরও পড়ুন

ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। আধুনিক যুগে তাই ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকে বেশ গুরুত্ব দেয়া হয়; বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে। বেন স্টোকসই যেমন বিরতি চাইলেন অনির্দিষ্টকালের জন্য। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) কোনো আপত্তি না তুলে দলের সেরা এই অলরাউন্ডারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানালো। এতে করে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে স্টোকসের সেবা পাবে না ইংল্যান্ড। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, মূলত মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই সরে গেছেন স্টোকস। তাছাড়া তার বাঁ হাতের আঙুলের চোটও পুরোপুরি সারেনি। বুধবার থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজটি। স্টোকস সরে যাওয়ায় বিকল্প হিসেবে সমারসেটের অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে ডেকেছে ইংলিশরা। ইংল্যান্ডের…

আরও পড়ুন

অসিদের আরোপ করা করোনা প্রটোকল মেনে সর্বোচ্চ সতর্ক, সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর টিম অস্ট্রেলিয়াও সেই বিমানবন্দর থেকে নিজেদের আরোপিত কড়া করোনা প্রটোকল মেনেই এখনও তিনদিনের রুম কোয়ারেন্টাইনে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনও জানিয়েছেন, খালি চোখে এক-আধটু অতিরঞ্জিত মনে হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই স্বাভাবিক। এখন যে পরিস্থিতি, তাতে স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকল আছে। বর্তমান পরিস্থিতিতে এটাই নিউ নরমাল এবং এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে। ভেতরের খবর হলো, টিম অস্ট্রেলিয়ার করোনা প্রটোকল পূরণ করতে শুধু বিমানবন্দর, টিম হোটেল আর ভেন্যু শেরে বাংলায়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তার বাইরেও আছে এবং থাকবে…

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা। সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি। উদানা লঙ্কানদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। যেখানে উইকেট পেয়েছেন ৪৫টি। অবসর নেওয়ার সময় উদানা জানান দলে তরুণদের সুযোগ দিতেই তিনি সরে গেলেন, ‘আমি বিশ্বাস করি সরে যাওয়ার এটাই সেরা সময় এবং নতুনদের দলে সুযোগ পাওয়ার জন্যও এটা দলকার ছিল। ’ এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী উদানা।

আরও পড়ুন

করোনা কালীন সময়ে যে কোন সিরিজ বা টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ এনে দিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি টানা খেলার ধকল তো থাকছেই। তবে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজটা যেন একটু বেশিই চ্যালেঞ্জের মুখে ফেলেছে ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্ট ও ৩ টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী বিমানবন্দর থেকে ৩ দিনের কোয়ারেন্টাইনের জন্য সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠে গেছে টাইগাররা, কোয়ারেন্টাইনের পর অস্ট্রেলিয়ার সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩ আগস্ট থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই, সিরিজের বাকি ৪ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৪, ৬,…

আরও পড়ুন

ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয়সারির দল শ্রীলঙ্কায় পাঠানো নিয়ে আলোচনা কম হয়নি। আর টি-টোয়েন্টি সিরিজের মাঝে ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হলে তার সংস্পর্শে আসায় ভারতের আরও আটজন ক্রিকেটারকে যেতে হয়েছে আইসোলেশনে। ফলে অনেকটা তৃতীয়সারির একাদশ নিয়েই খেলতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এমন দলকে পেয়ে ঘরের মাঠের লঙ্কানরাও বেশ আনন্দ করল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি জেতার পর তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের একেবারে ধসিয়ে দিল। প্রথমে ব্যাট করা ভারত ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি করতে পারেনি। জবাবে ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। সিরিজজয়ী স্কোর ৮২ করে তারা ৩ উইকেট হারিয়ে ও ৩৩ বল বাকি থাকতে। ২-১ ব্যবধানে…

আরও পড়ুন

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে ব্রাজিল। রোববার বিখ্যাত মারাকানা স্টোডিয়ামে ‘সুপার ক্লাসিকো’ তে মেসিদের কাছে ১-০ গোলে হারের লজ্জা পেয়েছে ব্রাজিল। প্রায় ৭১ বছর পর মারাকানায় হারের মুখ দেখল সেলেসাওরা। আর স্বাগতিকদের হারিয়ে প্রায় তিন দশকের শিরোপা খরা কাটালো আর্জেন্টিনা। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এই হার কিছুতেই মেনে নিতে পারছে না ব্রাজিল সমর্থকরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রিয় দলের পরাজয় মেনে নিতে না পেরে বাংলাদেশের কক্সবাজারের রামুতে বিষপান করেছেন এক ব্রাজিল সমর্থক। বিষপানকারী ২০ বছর বয়সী মোঃ কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। রোববার সকালে আর্জেন্টিনার কাছে…

আরও পড়ুন

মাহমুদউল্লাহ রিয়াদ নিজে এখনও সরাসরি মিডিয়াকে কিছু জানাননি। তবে বোর্ডের একাধিক অতি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তিনি বিসিবি সভপতি নাজমুল হাসান পাপনকে জানিয়ে দিয়েছেন, আর টেস্ট খেলতে চান না। বিসিবি প্রধান তাকে দেশে ফিরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার কথা বললেও রিয়াদ অবিচল। এদিকে টিম বাংলাদেশ লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি হারারে থেকে মুঠোফোনে জানিয়েছেন, মাহমুদউল্লাহ দলের সবাইকে জানিয়েছেন, তিনি ‘গুড নোটে’ বিদায় নিতে চান। আর হারারে টেস্টই হলো তার আদর্শ প্লাটফর্ম। তাই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন। এমনকি আজ হারারে টেস্টের পঞ্চম দিন সকালে মাহমুদউল্লাহ রিয়াদকে বিদায়ী সংবর্ধনা ‘গার্ড অফ অনার’ও প্রদান করেছেন সতীর্থরা। যার…

আরও পড়ুন

হারারে টেস্টে অপেক্ষা করছিল শেষ দিনের রোমাঞ্চ। লড়াইটা উত্তেজনা ছড়াতে পারতো। সেটা আর হলো না। সফরের একমাত্র টেস্টটিতে পঞ্চম দিনে স্বাগতিক দল প্রতিরোধ গড়লেও ২২০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হতো। বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের। শেষ দিনে স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান। যে কোনো পিচেই কঠিন লক্ষ্য। জিম্বাবুয়ে সেই লক্ষ্য তাড়া করার চেষ্টাও করেনি। বরং ১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের অসাধ্য সাধন করার চেষ্টা করে স্বাগতিকরা। শেষ তিন উইকেটে তারা…

আরও পড়ুন

টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ইতালির শেষের নায়ক হয়ে যান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। স্বাগতিক ইংল্যান্ডকে এই টাইব্রেকারে হারিয়েই ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে মানচিনির ইতালি। অর্থাৎ ফুটবল ‘হোমে’ নয় ‘রোমে’ ফিরলো। রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি। দোন্নারুমার এই দুর্দান্ত পারফরম্যান্স ও পুরো আসরে আসাধারণ সাফল্যের কারণে তাকে টুর্নামেন্টের…

আরও পড়ুন

‘ফুটবল ঘরে ফিরবে’ এই আশায় ওয়েম্বলিতে উপস্থিত হাজার হাজার ইংল্যান্ড সমর্থকের চিৎকার আর গর্জনে শুরু থেকেই ইতালিয়ানদের ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু স্বাগতিক দর্শকদের শেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হলো। কারণ তুমুল উত্তেজনায় ঠাসা ফাইনালে স্বাগতিকদের টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে মানচিনির ইতালি। অর্থাৎ ফুটবল ‘হোমে’ নয় ‘রোমে’ ফিরলো। রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে।…

আরও পড়ুন

কোপা আমেরিকায় ফাইনালের আগপর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছিল ব্রাজিল। নিজেদের শেষ ২৪ ম্যাচে তাদের গোলসংখ্যা ৬১টি। অর্থাৎ প্রতি ম্যাচে দুইয়ের বেশি গোল করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে সেলেসাওরা। ব্রাজিলের এই আধিপত্য থামানোর পাশাপাশি পুরো আসরজুড়ে দুর্দান্ত গোলকিপিং করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। যার সুবাদে তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস। মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে একবারের জন্যও আর্জেন্টিনার জাল কাঁপাতে পারেননি নেইমার, রিচার্লিসন, গ্যাবিগোলরা। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পুরো ম্যাচে অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে…

আরও পড়ুন

২৮ বছরের অবসান ঘটিয়ে অবশেষে কোনা আন্তর্জাতিক ট্রফি জয় করল আর্জেন্টিনা। গত ২৮ বছরে চার ফাইনাল হারার পর পঞ্চম বারের প্রচেষ্টায় স্বপ্নের ট্রফি স্পর্শ করল লিওনেল মেসিরা।এই একটি শিরোপা পাওয়ার জন্য মেসির কত আক্ষেপ। কত বেদনা। কত দুঃখ। ক্লাব ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেও একটি শিরোপা জয়ের জন্য মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কত সমালোচনা। অবশেষে লিওনেল মেসির সেই আক্ষেপ ঘুচেছে। আর্জেন্টিনাও তিন দশকের শিরোপা খরা কাটিয়েছে। আর এই সবকিছুর নেপথ্যে একজন আনহেল ডি মারিয়া। অভিজ্ঞ এই মিডফিল্ডারের গোলেই ব্রাজিলের মাঠে আর্জেন্টিনার স্বপ্নের জয়। রেফারির শেষ বাঁশি বাজার পর পরই মারাকানার মাঠে দেখা গেল ভিন্ন এক চিত্র। এক সময়ের সতীর্থ ব্রাজিলিয়ান নেইমারকে কাছে…

আরও পড়ুন

‘ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবছি না, আমার লক্ষ্য শিরোপা জয়’- পুরো আসর জুড়ে এ কথাটি বেশ কয়েকবার বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর এটি বাস্তবায়নের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেয়ার পণ নিয়েই প্রতিটি ম্যাচে মাঠে নেমেছেন আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত সফল হয়েছে তিনি। রোববার সকালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফাইনালে গোল-এসিস্ট পাননি মেসি। তবে শিরোপা জিততে মরিয়া দেখা গেছে সারা ম্যাচ জুড়েই। তবে প্রথমার্ধে যতটা উজ্জীবিত ও ক্ষিপ্র দেখা গেছে মেসিকে, দ্বিতীয়ার্ধে সে তুলনায় খানিক নিষ্প্রভ হয়ে পড়েন তিনি। এমনকি ম্যাচের ৮৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ কাজে…

আরও পড়ুন

সেমিফাইনাল জেতার পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছিলেন, ‘ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ফাইনালের চেয়ে সেরা আর কী হতে পারে?’ তখন তিনি শিরোপা জেতার আশাবাদ ব্যক্ত করলেও, জোর দিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এমিলিয়ানো না বললেও, ফাইনাল ম্যাচে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়েই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের মাটিতে শিরোপা জেতায় এর আনন্দ দ্বিগুণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকার এবারের আসরটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার মাটিতেই। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেষ মুহূর্তে এটি সরিয়ে নেয়া হয় ব্রাজিলে। আর ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতার আনন্দে ভাসছেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ফুটবলাররা। ফাইনাল জেতার পর নিজের…

আরও পড়ুন

২০১৪ এই মারাকানাতেই মেসির চোখের পানি মিশে গিয়েছিল ঘাসের সঙ্গে। বিশ্বকাপের সোনালী ট্রফিটার পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে গিয়েছিলেন, কিন্তু ছুঁয়ে দেখার সুযোগ হয়নি। এরপর আরও দু’বার ফাইনালে উঠে হতাশায় মোড়াতে হয়েছিল মেসিকে। ক্ষোভে, দুঃখে একবার তো অবসরই ঘোষণা করে ফেলেছিলেন। অনেক আন্দোলন, অনুরোধ-উপরোধের পর ফিরে এসেছিলেন। কিন্তু কোপা আমেরিকার দুটি ফাইনালে হারের পর আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে লম্বা বিরতি নিয়েছিলেন মেসি। অনেকেই ধরে নিয়েছিল, হয়তো আর ফিরবেন না। কিন্তু দীর্ঘ সময় যে আর্জেন্টিনা কোনো শিরোপার নাগাল পাচ্ছিল না, নিজের ক্যারিয়ার এত কিছুতে রাঙানো, তবুও কোথায় যেন ফ্যাকাশে, কোথায় যেন রঙহীন। একটি আন্তর্জাতিক শিরোপাও নেই। অবশেষে মেসি ফিরে আসলেন।…

আরও পড়ুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন কারখানাটির মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম। এর আগে রূপগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এতে আসামি করা হয়, সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, হাসীব বিন হাসেন, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ, সিভিল ইঞ্জনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিনকে। এর আগে…

আরও পড়ুন