একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার পেশ করা হবে বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। এটি হবে বৈশ্বিক মহামারী করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারীর মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।
Author: Saizul Amin
কয়েকদিন আগে গিয়েছিলাম বড় ভাইয়ের অফিসে। সেখানে আরও কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। লম্বা আড্ডা চললো। ঘুরেফিরে দেশ, রাজনীতি, করোনা, আমলাতন্ত্র নিয়ে অনেক কথা হলো। বড় বড় অট্টালিকা, ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ হচ্ছে কিন্তু মানুষের মন থেকে শান্তি আর স্বস্তি চলে গেছে। সব জায়গায় কেমন যেন একটা মন খারাপ করা পরিবেশ। একটা গুমোট ভাব। ‘৭৫ এর পর বা ২০০১ এর নির্বাচনের পর এমন লাখে লাখে ঝাকে ঝাকে আওয়ামী লীগ কিন্তু ছিল না। আজ গোটা দেশটাই যেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। বিএনপি জামায়াত শাসনামলে এই সুযোগসন্ধানীরা তাদের ছাতার তলে ভিড় করেছিলো। আর আওয়ামী লীগের অনুভূতিপ্রবণ নেতা কর্মীরা শেখ হাসিনাসহ গ্রেনেড…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের শিক্ষাসমগ্রী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় টিএসসিতে অসহায়দের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করার কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমানসহ ২০ নেতাকর্মী আহত হন।
পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। ১৫ বছর বয়সী ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেওয়ার পর তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি গত ৩০ মে এ খবর প্রকাশ করেছে। রবিবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার ইসরায়েলের দখলদার বাহিনী পবিত্র আল আকসা মসজিদের দক্ষিণে সিলভানের কাছাকাছি এলাকায় তাদের গাড়ি নিয়ে…
চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার পুনঃতারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার…
ঝড়ো বাতাসসহ বৈরি আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ঝড়োবাতাস বইতে থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে নয়টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছে। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হবার অপেক্ষায় আছে। ঝড়োবাতাস থেমে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।’
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। অন্যদিকে, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মানিকগঞ্জের কোম্পানী চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে না পারায় জেলা হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে চলছে বিশেষ লকডাউন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সানসান নিরবতা দেখা গেছে আবার কোথাও কোথাও মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। লকডাউন কার্যকর করতে জেলা…
যমুনা নদী পথে যোগাগের ক্ষেত্রে আবারো স্বপ্ন দেখছে উত্তরাঞ্চলের মানুষ। বগুড়া ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে দূরত্ব কমাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সঙ্গে জামালপুর জেলার মাদারগঞ্জের সরাসরি নৌযোগাযোগ স্থাপনে ফেরি চালুর প্রক্রিয়া অবশেষে শুরু হওয়ায় স্বপ্ন বুনতে শুরু করেছে মানুষ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে ফেরীঘাট স্থাপন হলে উত্তরের মানুষের সাথে আবারো বৃহত্তর ময়মনসিংহ জেলার যোগাযোগ স্থাপন হবে। বগুড়া থেকে ঢাকার সাথে এই পথে চলাচলে প্রায় ৮০ কিলোমিটার পথ কমে যাবে। পথ কমে যাওয়ার পাশাপাশি নতুন করে প্রসার হবে কৃষি পণ্যের দ্রুত সরবরাহ, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সড়ক মহাসড়কে যানজট কমে আসবে। ফেরি ঘাট স্থাপনের দ্রুত বাস্তবায়ন চেয়েছে যমুনা নদীর…
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে গত দুই মাসে বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়েছে ৫৭৭ জন শিশু। দেশটির নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক টুইট বার্তায় স্মৃতি ইরানি বলেন, ‘করোনাভাইরাসে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অন্তত ৫৭৭ জন শিশুর বাবা-মা দুজনই মারা গেছেন।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যাটি সম্ভবত কিছুটা কমিয়ে দেখানো হয়েছে। গত এপ্রিলে পাঁচ বছর বয়সী প্রীতম ও তার ১০ মাস বয়সী ভাই আয়ুশ করোনাভাইরাসে তাদের বাবাকে হারায়। এর কিছুদিন পর দিল্লির আরেকটি হাসপাতালে তাদের মা…
রাজধানীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। প্রায় তিন ঘণ্টার টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। ঢাকায় আরও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিকে মঙ্গলবার…
বিমার টাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদের বিরুদ্ধে গ্রাহকদের দায়ের করা মামলায় ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। মামলার আসামিরা হলেন- সানলাইফ ইস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক রুবিনা হামিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম রেজা, অডিট অফিসার মো. সাইদুর রহমান খান ও কোম্পানি সচিব মো. রবিউল ইসলামসহ আরো দুইজন। তাদের বিরুদ্ধে বিমা সংক্রান্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের হাকিম জোয়ার্দ্দারের ছেলে বশির আহমেদ, একই এলাকার মো. শামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান ও মনিরুজ্জামান ডাবলু বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন।…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা তিন মাস বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামনের সারির কর্মী ও মালয়েশীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে বেতন নেয়া থেকে বিরত থাকবেন তারা। গতকাল ৩১ মে নিউ স্ট্রেইটস টাইমস এ খবর প্রকাশ করেছে। এদিকে, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে সংহতি প্রকাশ করে বেতনের কিছু অংশ করোনা রিলিফ ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারাও। সোমবার মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিলে তাদের এই বেতনের অর্থ প্রেরণ করা হবে। মঙ্গলবার থেকে সারা মালয়েশিয়ায়…
করোনাভাইরাসের হানায় সারা বিশ্ব লণ্ডভণ্ড। প্রতিদিনই আসছে ভয়ঙ্কর সব তথ্য, বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে প্রস্তুতি আরও জোরালো করতে একটি আন্তর্জাতিক চুক্তির জন্য এ বছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে মহামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবেলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল।
আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. মনিরুজ্জামান তালুকদার (খোকন) খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার(৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে প্রথমে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাদান করেন। পরবর্তীতে চরফ্যশনের এসিল্যান্ড, মুলাদীর ইউএনও, বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব, কুমিল্লার এডিসি, দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব, ২০১৯ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের হিসেবে যোগদান করেন । প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বেও তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন এবং এর আগে…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: সামান্য বৃষ্টি হলেই গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার । ড্রেনের নোংরা পানি উঠে আসে সড়কে । পরে এসব নোংরা পানি বিভিন্ন দোকানে প্রবেশ করে । পানি নামতে কয়েক ঘণ্টা সময় লাগে। ফলে নোংরা কাঁদা পানি ঠেলেই চলাচল করতে হয় ব্যবসায়ী ও শহরের বাসিন্দাদের । পৌরসভার অধিকাংশ এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় অকার্যকর রয়েছে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুধু তাই নয়, ড্রেনগুলোর দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা মিশ্রিত পানি সড়কের ওপর উপচে পড়ছে। অনেক জায়গায় আবার এসব ময়লা দুর্গন্ধযুক্ত পানি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও প্রবেশ করে। সরেজমিনে…
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভ‚ক্তভোগী ঐ কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ময়নুল ইসলাম সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক ময়নুল ইসলাম সোহাগ জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। মামলা সুত্রে জানাযায়, পাঁচবিবি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার ঐ কিশোরীর ভাইয়ের সঙ্গে জয়পুরহাট সদর কয়তাহার গ্রামের ময়েজ উদ্দীন মুন্সির ছেলে সোহাগের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্বের সুবাদে বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়েত করত সোহাগ। এক পর্যায়ে বন্ধুর স্কুল পড়–য়া ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিত। এরই এক পর্যায়ে ভুক্তভোগীর বাড়ির সামনে থেকে…
নিজস্ব প্রতিনিধি, ফরহাদ খোন্দকার : ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্য রামপুর এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরী বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য উদ্ধারসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল রবিবার ৩০ মে দুপুরে অভিযান চালিয়ে পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য উদ্ধারসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার। আটককৃত আসামীরা হলেন, মোঃ শাহাবুদ্দিন (৩৫) চট্টগ্রাম জেলার ডাবলমুড়িং থানাধীন আগ্রাবাদ দাইয়া পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে, শাহআলম (৩২) লক্ষীপুর জেলার সদর থানাধীন উত্তর চর রমনী এলাকার মোঃ আবুল হাসেমের ছেলে, নূরে আলম (২০), নোয়াখালী…
ইবি প্রতিনিধি: অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে সশরীরে ও অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা। গণস্বাক্ষরে সশরীরে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত অনলাইনে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সপ্তাহব্যাপী এ স্বাক্ষর চলমান থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। এদিকে দুপুর ১২ টার দিকে একই দাবিতে ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে দাবি আদায় না হলে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত হল ক্যাম্পাস খুলে পরীক্ষার ব্যবস্থা করা হোক। নাহলে অভিশাপ নামক সেশনজটের সম্মুখীন হতে হবে…
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিল ও ১২৫পিচ এ্যাম্পলসহ মিরাজুল ইসলাম(১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। ৩১মে সোমবার ভোর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম হতে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম ঐ গ্রামের মোস্তাকের ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার আটাপাড়া এলাকায় ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদ গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ হাতে নাতে আটক করে। আটক আসামীকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টায় শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে বাম জোটের নেতা-কর্মীরা। এরআগে সিপিবি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বাসদ জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, বাসদ জেলা সদস্য উৎপল দেবনাথ প্রমূখ। এসময় বক্তারা সয়াবিন তেলের দাম বৃদ্ধির…