সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও দুইটি ইউনিয়নে সকালে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। আজ সোমবার কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই দুইটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮০৬৩ জন। সকালে ভোট দিতে আসা হামিদুর রহমান বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। সকাল সকাল ভোট দিয়ে সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকতে…
Author: Murad Hossen
পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নারী হাজতখানায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে দুই যুবক গোপনে বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নিচতলায় হাজতখানার ড্রেসিং রুমে এ বৈঠক চলাকালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দুই যুবক সটকে পড়েন। ঘটনা জানাজানি হলে হাজতখানার ইনচার্জ নৃপেন কুমার বিশ্বাস পাপিয়াসহ তিনজনকে সতর্ক করেন। আদালতের অনুমতি ছাড়া এভাবে কোনো আসামির সঙ্গে বৈঠক করা যায় কিনা জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে বলেন, ওই দুজন আমাদের স্পেশাল গেস্ট। এদিন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে পাপিয়া ও তার স্বামী মফিজুর…
তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তবে তিনি স্টর্মি ড্যানিয়েল নামেই বেশি পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আলোচিত পর্ন তারকা। তিনি আলোচনায় এসেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে এনে। এতে বেশ ঝড় উঠেছিল ট্রাম্পের ঘরে। আবারও আমেরিকায় হইচই ফেলে দিলেন সেই স্টর্মি ড্যানিয়েল। তবে এবার যৌন কেলেঙ্কারি নয়, প্রতারণার মামলা। তাও আবার নিজের আইনজীবীর বিরুদ্ধে। ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কে কথা ‘ফুল ডিসক্লোসার’ নামক বইয়ে লিখেছিলেন স্টর্মি ড্যানিয়েল। সেই বই নিয়েই এত কাণ্ড! স্টর্মির অভিযোগ ছিল, ওই বই বিক্রি থেকে পাওয়া আড়াই কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি। সই জাল করেই তার…
বিদেশে দীর্ঘ হচ্ছে সিলেটের তরুণদের লাশের মিছিল। কেউ মারা যাচ্ছেন অবৈধপন্থায় ইউরোপ যাত্রার পথে। কেউ মারা যাচ্ছেন বিদেশের মাটিতে সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনার শিকার হয়ে। গেল দুই বছরে সাগরে ডুবে, পুলিশের গুলিতে, সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনায় সিলেটের শতাধিক যুবক মারা গেছেন। সম্প্রতি তুরস্ক ও গ্রিস সীমান্তে ঠান্ডায় মারা গেছেন অভিবাসী প্রত্যাশী সিলেটের দুই যুবক। এর আগে গত এক মাসে মারা গেছেন আরও ১০ জন। গত মাসের শেষ দিকে ইতালি যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়া বিয়ানীবাজারের খশির আবদুল্লাহপুর শাহজিপাড়ার আমিনুল ইসলাম নামে এক যুবক সে দেশের পুলিশের গুলিতে মারা যান। লিবিয়ার কারাগারে বিয়ানীবাজারের আরও ২৪ যুবক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন…
ইতালিয়ান সিরি’আতে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতে নিল এসি মিলান। প্রথমার্ধে পিছিয়ে থাকা এসি মিলানকে দ্বিতীয়ার্ধের শেষমুহূর্তে জোড়া গোল করে জয় এনে দেন অলিভিয়ার জিরুদ। এতে টেবিলের চূড়ায় উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্তেফানে পিওলির দল। সান সিরোতে ম্যাচের ৩৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে প্রতিপক্ষেরে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। বিরতির পর খেলতে নেমে কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না মিলান। ইন্টারও তেমন ভালো সুযোগের দেখা পায়নি। শেষদিকে এসে ৭৫তম মিনিটে জিরুদের গোলে সমতায় ফেরে মিলান। ব্রাহিম দিয়াসের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বাঁ দিকে চলে…
কোনো পরিবর্তন আনা হচ্ছে না সৌদি আরবের জাতীয় পতাকা ও সংগীতের। গত সোমবার সর্বসম্মতিক্রমে দেশটির আইন পরিষদ শুরা কাউন্সিলে অনুমোদিত সংশোধনীতে এ দুটির কোনো পরিবর্তন আনা হয়নি। শুরাতে সংশোধনী প্রস্তাব উত্থাপনকারী সদস্য সাদ আল ওতাইবি আল-আরাবিয়া টিভিকে বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের ‘ক্ষতি, বিকৃতি, পরিবর্তন ঠেকানোই’ বরং সংশোধনীর লক্ষ্য। সংশোধিত বিধানে পতাকার আকার, উত্তোলনের স্থান ও সময়ের বিষয়ে নির্দেশনা রয়েছে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে এ সংশোধনীতে। সৌদি আরবের সবুজ রঙের পতাকায় ইসলামী…
আফ্রিকার ১২ দেশের ওপরে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াম এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের অভ্যন্তরে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি থেকে এসব দেশের বুস্টার ডোজ গ্রহণ করা নাগরিকরা আরব আমিরাত সফর করতে পারবেন। যেসব দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে-কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এস্বাতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আফ্রিকার দেশগুলোতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে এই নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত। খবর রয়টার্সের।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমান আর নেই। গতকাল শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ রবিবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। এরপর বিকাল ৩টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। পরে সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর…
নির্বাচনের এক সপ্তাহের মাথায় চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড। আগামীকাল রবিবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারসহ নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হবে । এদিন বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জাহিদ হোসেন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন : সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এদিন বিকেলে সাড়ে চারটায় এই বৈঠক হতে পারে। এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও…
অবশেষে মরক্কোর সেই শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে জীবিত নয়, মৃত। গভীর কুয়ায় আটকে থাকার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে আনেন উদ্ধারকর্মীরা। মরক্কোয় গত কয়েকদিন ধরে পাঁচ বছর বয়সী রায়ানকে একটি গভীর কুয়ার ভেতরে থেকে তুলে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। বলা হয়েছিল এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। উদ্ধারকর্মীরা তাদের অভিযানের চূড়ান্ত পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে ভূমিধ্বসের আশঙ্কায় শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা আরো বেশি বিপদজনক হয়ে উঠেছিল। উত্তর আফ্রিকার এই দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শিশুটির নাম রায়ান। তার পিতা যখন কুয়াটি মেরামতের কাজ করছিলেন, তখন সে হঠাৎ করে ৩০…
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পায় ভারতীয় যুবারা। এর আগে, শনিবার এন্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৪ ওভার ৫ বল খেলে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে ইংলিশ মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমস র দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান জেমস সেলস। আর জর্জ টমাস করেন ২৭ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন রাজ বাওয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবি কুমার। এই দুইজনের বোলিং…
চট্টগ্রামে অপরাধের আখড়া হিসেবে পরিচিত জঙ্গল ছলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়। শেষ হয় রাত ১টার দিকে। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর সদস্য বলে জানায় র্যাব। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, রবিবার বেলা ১১টায় ব্যাটালিয়ান সদর দপ্তর পতেঙ্গায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
৯ জানুয়ারি রাত সাড়ে ১২টা। ঢাকার সাভার ব্যাংক টাউনে থাকেন আবদুল্লাহ আল মামুন। সিঙ্গাপুর প্রবাসী ফুফাতো ভাই ওমর ফারুককে বিমানবন্দরে বিদায় জানাতে বাসা থেকে বের হন তিনি। মামুন আর ফারুক বিমানবন্দরে যেতে ব্যাংক টাউনের সামনে একটি যাত্রীবাহী বাস থামান। তাদের কাছে বিমানবন্দরের ভাড়া ২০০ টাকা ভাড়া চান বাসের হেলপার। ১৫০ টাকায় ভাড়া ঠিক করে উঠে পড়েন তারা। ওঠার পরই বাসের দরজা লক করে দেন হেলপার। ভিতরে যাত্রীবেশে থাকা সবাই ছিল ডাকাত। তাদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ব্যাংকের এটিএম কার্ডও ছিনিয়ে নেয়। মৃত্যুর ভয় দেখিয়ে ওমর ফারুকের কাছ থেকে পিন নম্বর নিয়ে সাভার বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ৩৮ হাজার…
করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। শুক্রবার সফরের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা। দীর্ঘ দিন ক্রিকেট থেকে ব্রাত্য থাকা পাকিস্তানে অস্ট্রেলিয়া যাওয়া মানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পাকিস্তানের আরও একধাপ এগিয়ে যাওয়া। গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি ক্রিকেটারদের ধন্যবাদ দিয়ে বলেছিলেন, ‘এ সফরের পরিকল্পনায় সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধন্যবাদ দিতে চাই।’ এদিকে অস্ট্রলিয়ার রঙ্গিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চের তো এই সফর…
ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর আর নেই। বিস্তারিত আসছে..
বুন্দেসলিগায় শনিবার রাতে লেইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন থমাস মুলার ও রবার্তো লেভানডস্কি, বাকি একটি গোল প্রতিপক্ষের উপহার দেওয়া। লেইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও এনকুনকো। এ ম্যাচেও গোল করে টানা ৬৮ ম্যাচেই গোল করল বায়ার্ন মিউনিখ। এদিন ম্যাচের ১২ মিনিটেই থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পোস্ট শট নেন রবার্তো লেভানডস্কি, কিন্তু গোকরক্ষক গুলাসি তা ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই জালে জড়ান মুলার। ২৭ মিনিটে পর্তুগিজ আন্দ্রে সিলভার গোলে ম্যাচে সমতা টানে লেইপজিগ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মাথার ওপর দিয়ে কর্নাড লেইমারের…
সারাদেশে আজ রবিবার থেকে আকাশ মেঘমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির পাশাপাশি কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। আজ থেকেই রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা। এই জয়ের সুবাদে সেমি ফাইনালে পৌঁছে গেল বিলবাও। ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের ডেরায় একের পর এক আক্রমণ করতে থাকে বিলবাও। কখনও গোলরক্ষক কোরতোয়া আবার কখনও এলডার মিলিতাও হন লস ব্লাঙ্কোসদের ত্রাতা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডি বক্সের ভেতর স্বাগতিক স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের হাতে বল লাগলেও এড়িয়ে যায় রেফারির চোখ। পেনাল্টি বঞ্চিত হয় রিয়াল। ৮১ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়।…
দীর্ঘ ১১ বছর পর ফের বাংলাদেশে এসেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। তবে এবার তিনি দুই বছরের চুক্তিতে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। দায়িত্ব বুঝে নিতে বুধবার বাংলাদেশে পা রেখেছেন সিডন্স। আর এসেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে আসা বিপিএলের অষ্টম আসরের ম্যাচ দেখতে হাজির হয়ে গেছেন শের-ই-বাংলায়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলায় দেখা গেছে সিডন্সকে। এসময় হাত নেড়ে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এই ম্যাচে অবশ্য জাতীয় দলের আরও এক সাবেক প্রধান কোচও ছিলেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান কোচ স্টিভ রোডস। যাকে জাতীয় দল থেকে ছাঁটাই…