তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের এমপি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির কাছে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান সোহেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙামোড় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। আটক আসাদুজ্জামান সোহেল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কয়েকদিন ধরে ফোনে এমপির কাছে টাকা দাবি করছিল আসাদুজ্জামান। পরিচয় না দিয়ে এমপির ব্যবহ্নত নম্বরে দিনে একাধিকবার ফোন করাসহ এসএমএস পাঠিয়ে বিরক্ত করছিল। টাকা না দিলে অশ্লীল…
Author: Murad Hossen
দীর্ঘ পাঁচ বছর পর ২০২০ সালে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। তৎকালীন শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমানের তত্বাবধানে আয়োজিত হয় প্রভাতফেরিটি। তবে ২০২১ এর অক্টোবরে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন বশেমুরবিপ্রবির ইংরেজি বিভাগের এই সহকারী অধ্যাপক। আর এর পরপরই চলতি বছরের শহীদ দিবসের কর্মসূচির তালিকা থেকে বাদ পড়ে প্রভাতফেরিও। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাতফেরি আয়োজনের উদ্যোগ গ্রহণ না করলেও প্রভাতফেরীর তাৎপর্য উপলব্ধি করে সাধারণ শিক্ষার্থীরাই প্রভাতফেরি আয়োজনের উদ্যোগ নেয়৷ একুশের প্রথম প্রহরে প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং জাতীয়…
পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত ডোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর ওই অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন। আর এ নিয়ে ইউক্রেন উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে, ইউক্রেনে আনুমানিক প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠিত অবস্থার মধ্যে রয়েছেন। রাষ্ট্রদূত আরও বলেছেন, “তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন।” তিনি বলেছেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু…
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পূর্ণ হামলায় যাচ্ছে রাশিয়া- এমন দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, “রাশিয়া বর্তমানে প্রস্তুতির সর্বোচ্চ চূড়ায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।” যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে মরিসন বলেন,“রাশিয়া কার্যত ইউক্রেনে আগ্রাসন শুরু করে দিয়েছে।” এ সময় তিনি রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশটির ‘বিনাউসকানিমূলক’ পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। উল্লেখ্য, সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেয় এবং সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দেয়। এরই মধ্যে এ ঘটনায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা দিয়েছে জাপানও। সূত্র: বিবিসি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক। বিস্তারিত আসছে…
দেড়শ’রও বেশি দেশে ফেসবুকে শর্ট ভিডিও ফিচার ‘রিলস’ চালু করছে মেটা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দ্রুততম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ফিচারটি যোগ করার কথা জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ‘বাইটড্যান্স’ নামের চাইনিজ কোম্পানির টিকটককে পাল্লা দিতে ২০২০ সালে ইন্সটাগ্রামে এবং ২০২১ সালে ফেসবুকে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে রিলস ভিডিও চালু করে মেটা। সেবারই প্রথম ফেসবুকের গ্রাফে অবনমন চোখে পড়ায় নড়েচড়ে বসে কোম্পানিটি। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বলেন, রিলস আমাদের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা কনটেন্ট ফরম্যাট। আজকে আমরা সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের কাছে তা তুলে ধরছি। জাকারবার্গ আরও জানান, এতে থাকছে ক্রিয়েটিভ টুলস যা দিয়ে রিমিক্স ভিডিও করা…
ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। বরাবরের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে সরকার দল আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবার সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল…
আবার বাজিমাত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসতেই গড়ল নতুন নজির। সোমবার বাজারে আসতেই অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি। তবে নজির গড়ার পাশাপাশি প্রথম দিন সমস্যাও তৈরি করেছে নয়া অ্যাপ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এখানে নাম রেজিস্ট্রেশন করাতে সমস্যা হয়েছে বহু ইউজারের। আবার অনেকে মেসেজও পান ওয়েটলিস্টে থাকার অনুরোধ জানিয়ে। সেখানে তাদের জানানো হয়েছে, অত্যধিক চাহিদার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসছে এটা জানা যায় সপ্তাহখানেক আগে। ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা…
নতুন বছরের শুরুতেই জনপ্রশাসনে তিন স্তরে (অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব) পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৩০০, উপসচিব থেকে যুগ্মসচিব পদে ৩৫০ ও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ৩৫০ করে মোট ১ হাজার কর্মকর্তা পদোন্নতিযোগ্য হয়েছেন। এই ১ হাজার কর্মকর্তার চাকরি জীবনের যাবতীয় তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছে পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। ১৪ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এসএসবির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) আবারও বৈঠকে বসবে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি পর্যালোচনা করা হবে। বিশেষ করে প্রয়োজনীয় নম্বর, চাকরি…
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে লড়বে আজ। সিরিজের বাকি দুই ম্যাচও এখানে হবে। এই সিরিজে সীমিত পরিসরে দর্শকরা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। গতকাল থেকে টিকিট ছাড়া হয়েছে। টিকিট যেন সোনার হরিণ। ভোর থেকেই বুথে দেখা গেছে উপচেপড়া ভিড়। চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত বুথে টিকিট কিনছে ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে তা জানা যায়নি। তবে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছে। দুপুরের মধ্যে নির্ধারিত সব টিকিটই শেষ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। রূপটাকে বসে খেলা দেখতে খরচ ১ হাজার টাকা। এ ছাড়া…
ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিল এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর জাপানও একই ঘোষণা দিলেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করবেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন। তিনি বলেন, “মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।” এ সময় তিনি আরও জোর দিয়ে বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের…
শীতকাল চলে গেলেও এখনও পড়ছে মাঝারি ধরনের কুয়াশা। আর এরমধ্যেই সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। গতকাল মঙ্গলবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছেন তুরস্ক ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে নেওয়া যেকোনও সিদ্ধান্তের বিরোধী। পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার পর এই মন্তব্য করেন এরদোয়ান। এরই মধ্যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা দিয়েছে জাপানও। ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে তুরস্কের সমুদ্র সীমান্ত রয়েছে। তবে তুরস্ক নীতিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। জেলেনস্কির সাথে এক টেলিফোন আলাপে এরদোয়ান বলেন, তুরস্ক রাশিয়ার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে। সেই সঙ্গে সংকট সমাধানে ‘আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির সব রকম পথ ব্যবহারের’ আহ্বান তিনি জানিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি
তার নাম পল পট। একজন কট্টরপন্থী কমিউনিস্ট নেতা। প্রশংসাকারীদের কথায়, বিপ্লবী। তবে নিন্দুকেরা বলেন, পল একনায়ক, যিনি ভীষ নিষ্ঠুর। নৃশংসতায় বিশ্বব্যাপী ঘৃণিত সেই হিটলারের চেয়ে কোনও অংশে কম নন তিনি। চার বছর একটি দেশের সর্বময় কর্তা ছিলেন। ওই চার বছরে দেশের এক চতুর্থাংশ মানুষ মারা গিয়েছিল, যার অধিকাংশকেই হত্যা করা হয়েছিল তার নির্দেশে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ কম্বোডিয়া। এক সময়ের হিন্দুরাষ্ট্র। নাম ছিল কম্বোজদেশা। তা থেকেই কম্পুচিয়া হয়ে নাম হয় কম্বোডিয়া। পল পটের নেতৃত্বাধীন সরকার ওই দেশের লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। ওই সময়েই আরও ২০ লাখ কম্বোডিয়ানের মৃত্যু হয়েছিল না খেতে পেয়ে, হাড়ভাঙা পরিশ্রম কিংবা মাত্রাতিরিক্তি ক্লান্তিতে। ১৯৭৫…
এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের দুই বৃহত্তম প্রতিষ্ঠান অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য এই দুই প্রতিষ্ঠান ঝাপ দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কোনোটিই। সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, দুই মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনির মধ্যে। ৫৭,০০০ কোটি টাকায় (৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) পাঁচ বছরের জন্য স্বত্ব বিক্রি হতে পারে। এই টাকায় স্বত্ব বিক্রি হলে তা সর্বকালের রেকর্ড হবে বলেও জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলের মিডিয়া স্বত্ব…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে ২টি সরকারি অফিসে ছিলো না জাতীয় পতাকা। দিবসের প্রথম প্রহর ১২.০১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২২। প্রথমে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টাঙ্গাইল -৬ আসনের সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু’র পক্ষে ফুল দেয়া হয়। যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিরোধী দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক ও সামজিক সংগঠনের দায়িত্ব প্রাপ্তরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে…
রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২১ ফেব্রয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সদস্যরা। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া, আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান,বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি তারাজুল ইসলাম, সেক্রেটারি আরিফ শেখ, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রহিদুল ইসলাম। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি,…
ফেনী প্রতিনিধিঃফরহাদ খোন্দকার ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার পরশুরাম উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রবিবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজার এলাকায় একটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, এর পর সংসদ সদস্য চিথলিয়া ইউনিয়নের শালধর গ্রামের দীর্ঘদিনের দুঃখ্য হিসাবে খ্যাত “দূর্গাপুর-রতনপুর বেকের বাজার সড়কে মুহুরী নদীর উপর পিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন” করেছেন। এই ব্রীজ নির্মাণ কাজ শেষ হলে চিথলিয়া ইউনিয়নের আটটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। দুপুরে সংসদ সদস্য বক্সমাহমুদ ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন এতে প্রধান অতিথি হিসাবে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেন বর্তমানে বাজার দর নিয়ে…
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। সোমবার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও মাহমুদ হোসেন খান। ক্লাব সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আফরোজ খান, এম.এ ওয়াহিদ চৌধুরী,জসিম উদ্দিন,আবু জাবের,আব্দুল হাসিব,আলমগীর হোসেন প্রমুখ।
ইবি প্রতিনিধি- মাতৃভাষা বাঙলার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। সোমবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমিতির সদস্যরা। সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, অর্থ সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম। এছাড়াও অন্য সদস্যের মধ্যে রাকিব মিয়া রিফাত, ইমরান মাহমুদ, রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ভাষা শহীদদের স্মরণে রবিবার রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে ভিসির নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে…