আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অর্ন্তগত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে ৬ শত ১৬ জন চা-শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে এককালীন ৩০ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন (মৌলভীবাজার- ৪) শ্রীমঙ্গল- কমলগঞ্জ সংসদীয় আসনের সাংসদ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে…
Author: The Mail BD
চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মুজাহিদ নামে একজন নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হালিশহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ বলেন, আউটার রিং রোডে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারিদের কর্মবিরতিকে সমর্থন জানিয়ে যোগ দেন। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত দেওড়াছড়া চা বাগানের ১৭৫ টি পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন থাকা পরিবারগুলোর পক্ষ থেকে গত রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ৬ ও ৭নং লাইন, শালবাড়ি ও চন্ডিপুর এলাকায় ২০১৯ সালে বিদ্যুতায়িতের লক্ষ্যে বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও ১৭৫ টি পরিবারগুলো দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে।এদিকে, দেওড়াছড়া চা বাগানের বিদ্যুৎ বঞ্চিত ভোক্তভোগী মিঠুন উড়াং, রাজু উড়াং, সুমন রায়, আপন উড়াংসহ অনেকে জানান, কয়েক বছর আগে বিদ্যুতের জন্য আমাদের এলাকায় বিদ্যুতের খুঁটি ও…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগনের সাথে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে ল্যাপটপ হস্তান্তর করা হয়। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস,ধর্মপাশা সহকারী উপজেলা…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ৯টি পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন সহ ৪৫ হাজার টাকার একাউন্ট পেয়ি চেক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সকল কর্মকর্তা সহ প্রমুখ। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম জানান, উপজেলায়…
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পূর্ব বালাগ্রামে পারিবারিক কবরস্থানে মাজিদুল ইসলামকে দাফন করা হয়েছে। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক তারে ছিদ্র ছিল। তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মাজিদুলের স্ত্রী মমতা বেগম। তিনি স্বামীকে ডাকেন। মাজিদুল এসে তার শরীরে হাত দেওয়ামাত্র ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মমতা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার ঘটনার…
ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের সাথে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। হরিপুর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী তালুকদার ও রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা…
তরমুজ মৌসুম ভিত্তিক ফল। বছরে এই ফলটি একবার চাষ হয়ে থাকে। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষ করা যেমন কষ্ট আবার ব্যয়বহুল খরচ। তরমুজের ফলন ভালো হলে চওড়া দামেও বিক্রি করেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনূকুলে থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগরে আগাম জাতের তরমুজের ফলন ভালো হয়েছে। প্রচন্ড গরম পড়ার কারণে দাম ভালো থাকায় লাভের আশা করছেন মুজিবনগরের কৃষকরা। অনেকেই তরমুজ বিক্রি করে সফলতা পেয়েছেন। আগাম জাতের তরমুজের চাষের জন্য বিখ্যাত মুজিবনগর। জানা যায়, আগাম জাতের তরমুজের বীজ পৌষ মাসের মধ্যে চাষাবাদ শুরু করা হয় এবং ফাল্গুন মাসের শেষ ও চৈত্র মাসের প্রথম সপ্তাহের মধ্যে তরমুজ বিক্রি করেন কৃষকরা। এতে তারা…
বরগুনার তালতলীতে সাকিব (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত সাকিব ওই এলাকার কালাম কাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, “ছেলেটি আত্মহত্যা করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”
বরগুনা সদর উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে মাহিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরিচন্না নামক স্থানে শিশুটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।শিশু মাহিন ওই এলাকার মো. বিল্লাল হোসেন এর ছেলে। স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিন বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কোথাও না পেয়ে পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত ভৌমিক বলেন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ কন্ট্রাক্টর এর ছেলে আব্দুল জলিল পরোকালের নৈকট্য লাভের আশায় প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মঠেরখালের বটতলা নামক নিজ বাড়ির সামনে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে ১১শ স্কোয়ার ফুট একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটির সৌন্দর্য বৃদ্ধিসহ মসজিদটি আরো সুন্দর করার লক্ষ্যে তিনি আরো প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করেবন বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে সেলটেক কোম্পানির সেলটেক ব্রান্ডের এ- গ্রেডের টাইলস মসজিদটিতে ব্যবহার করে ব্যাপক ভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অাব্দুল জলিল। জানা গেছে সেলটেক টাইলস উক্ত মসজিদে ব্যবহার করার পরে, টাইলস…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে বিপুল মিয়া (৩৫) নামক এক ব্যক্তিকে ৬ মাসের জেল সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার (১৩ মার্চ) ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবী হলেন, বিপুল মিয়া (৩৫) সে কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের মৃত ফজল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিপাড়া ইউনিয়নে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিপুল মিয়া কে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজা দেয়…
মৌলভীবাজার সদরের মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহর’কে গ্রেপ্তার করেছে পুলিশ। অদ্য সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-দলসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ডাকাত ফখরুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। গ্রেপ্তারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ও হুইল চেয়ার, এবং পিইডিপি-৪ এর আওতায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। অদ্য সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করেন (মৌলভীবাজার-৪) শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হোসেন, শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান খান…
গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা। ১৩ মার্চ(সোমবার) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে গলহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) গলহা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ওসি জাহিদুল হক,মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান টিটু রঞ্জন তালুকদার সহ অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রভাত চন্দ্র দেবনাথ।
যশোরের অভয়নগরে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের এক শ্রেণির শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঐসব শিক্ষকের নিকট কোচিং করতে পারছে না। যে কারণে তাদের বিভিন্ন সময় হয়রানি ও পরীক্ষার ফলাফলে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ঐসব শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাসহ কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের…
মৌলভীবাজারের কমলগঞ্জে পিইডিপি-৪ এর আওতায় উপজেলার ৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও বিশেষ এলাকা উন্নয়ন তহবিল এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃওি ও ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়। সোমবার(১৩ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ল্যাপটপ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.…