নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পূর্ব বালাগ্রামে পারিবারিক কবরস্থানে মাজিদুল ইসলামকে দাফন করা হয়েছে। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক তারে ছিদ্র ছিল। তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মাজিদুলের স্ত্রী মমতা বেগম। তিনি স্বামীকে ডাকেন। মাজিদুল এসে তার শরীরে হাত দেওয়ামাত্র ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মমতা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়নি।