দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে বিপুল মিয়া (৩৫) নামক এক ব্যক্তিকে ৬ মাসের জেল সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার (১৩ মার্চ) ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবী হলেন, বিপুল মিয়া (৩৫) সে কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের মৃত ফজল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিপাড়া ইউনিয়নে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিপুল মিয়া কে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজা দেয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স, মাদকের বিষয়ে কোন আপোষ নয়। উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করেন। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছে ফুলছড়ি থানার পুলিশ ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যগণ।

এসময় কঞ্চিপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন, কঞ্চিপাড়া ইউপি’র চেয়ারম্যান সোহেল রানা শালু। তিনি বলেন, এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবহার করলে আমাকে জানাবেন আমরা আইন শৃঙ্খলার সহোযোগিতা নিয়ে এই ইউনিয়ন কে মাদকমুক্ত করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version