গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ৯টি পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন সহ ৪৫ হাজার টাকার একাউন্ট পেয়ি চেক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সকল কর্মকর্তা সহ প্রমুখ।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম জানান, উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ৯টি পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ডেউটিন ও ৪৫ হাজার টাকার একাউন্ট পেয়ি চেক বিতরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version