রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ তার তহবিল হতে মসজিদে নগদ অনুদান প্রদান করেন এবং মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব-ডাকাতিয়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এবং তার তহবিল হতে ২টি জামে মসজিদে ১ লক্ষ টাকা মসজিদ কমিটির সভাপতি নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
এর আগে, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়া জামে মসজিদ সংস্কারের জন্য ৫০ হাজার টাকা ও গয়ারডোবা জামে মসজিদ সংস্কারের জন্য ৫০ হাজার টাকা মসজিদ কমিটির সভাপতি’র নিকট হস্তান্তর করেন।