জবি প্রতিনিধি,
বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামিক স্টাডিজ বিভাগ শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ১৪তম ব্যাচের মফিজুল্লাহ রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৫তম ব্যাচের সাজবুল ইসলাম।
গতকাল শনিবার (১০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিভাগ, অনুষদ, ইন্সটিটিউট ভিত্তিক কমিটি প্রদানের জন্য জীবন বৃত্তান্ত জমা নেয়ার ঘোষণা দেয়া হয়। ২৫নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জীবন বৃত্তান্ত নেয়ার পর পর্যালোচনা শেষে কমিটি প্রদান করা হয়েছে।
কমিটিতে অন্যান্যরা হলেন, সোনিয়া শান্তা, আবু সালেহ মো. নাসিম, মাহমুদ হাসান, মীর আজমির ইয়াসমিন।
সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত সাজবুল ইসলাম রংপুর তৃণমূল থেকে শুরু থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের সুপার ইউনিট খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অংশ হিসেবে আমার এই প্রাপ্তির মাধ্যমে আমি চাই আমার ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগের তথা স্বাধীনতার পক্ষে সবসময় শক্ত অবস্থানে রাখবো এবং সুসংগঠিত রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।