পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে পরশুরাম বাজারের হাসপাতাল রোড এলাকাসহ বাজারের সবকটি ফার্মেসী দোকানের মালিকর ও কর্মচারিরা তাদের দোকান বন্ধ করে চলে যান। জানা যায়, বুধবার ১৭ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরশুরাম বাজারে দুই ঔষধ দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর ছড়িয়ে যাওয়ায় পরশুরাম বাজারের হাসপাতাল রোডের একটি দোকান ছাড়া (বিএম মেডিসিন সেন্টার) পরশুরাম বাজারের ৬৫টি ফার্মেসী’র মালিক-কর্মচারি দোকান বন্ধ করে চলে যান। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে পরশুরাম উপজেলা পরিষদ গেইট সংলগ্ন মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মো: শামিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভাবে পাশাপাশি বিসমিল্লাহ মেডিসিন কর্ণারের স্বর্তাধিকারী দেলোয়ার হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুই দোকান মালিকের জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে বাজারের বেশীর ভাগ দোকান মালিক ফার্মেসী বন্ধ করে চলে গেছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment