তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে গত শনিবার এক বৃদ্ধ মহিলাকে হত্যার উদ্দেশে মারপিট করেছে প্রতিপক্ষরা। মারপিট করে তাকে ফেলে দেয় একটি পুকুরে। এদিকে তাকে রক্ষা করতে বাঁধা সৃষ্টি করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে মোছাঃ পারুল বেগমের মেয়ে নাফিজা আক্তার জাতীয় সেবা সংস্থা ৯৯৯ ফোন দিলে সাদুল্লাপুর থানা পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে পারুল বেগম বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি এজাহার দায়ের করেন। থানার এজাহার সুত্রে জানাগেছে, পারুল বেগমের সাথে প্রতিপক্ষ মোঃ সাইফুল ইসলাম দুলু গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এব্যাপারে সাদুল্লাপুর থানার উপ পরিদর্শক কনক জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে, তদন্ত শেষে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment