আরিফুর রহমান, ঝালকাঠি ।। ঘূর্ণিঝড় ‘অশনি’র সম্ভাব্য আঘাতের খবরে ঝালকাঠির নলছিটির এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।কৃষকরা ইরি বোরো ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আসলেই ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় শ্রমিক সংকটের কারণে পাঁচ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না নলছিটি উপজেলা ছাত্রলীগের এক কর্মী। খবর পেয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগ সেখানে ছুটে যান। বুধবার (১১ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত হামিদুল ইসলাম সোহাগের পাঁচ বিঘা জমির ধান কেটে দেন তারা। হঠাৎ ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা। ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় সোহাগ বলেন, শ্রমিক সংকটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার ভাই নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার পাঁচ বিঘা ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না। নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান বলেন, সোহাগ শ্রমিক সংকটের কারণে পাঁচ বিঘা জমির পাকা ধান নিয়ে কাটতে না পেরে বিপাকে পড়েন। আমরা তা জানতে পেরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার ধান কেটে দিয়েছি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment