ঘূর্ণিঝড় অশনি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের উপকূলের দিকে এগিয়ে আসছে। গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে আঘাত আনার শঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনি ক্রমেই শক্তিশালী হয়ে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।আবহাওয়া অফিস জানায়, এখনও বাংলাদেশের সীমানা থেকে বেশ দূরে অবস্থান করছে অশনি। তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইতোমধ্যে অশনির প্রভাবে সোমবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বাতাসও বইছে। সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চার সমুদ্রবন্দরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।অশনির প্রভাব মোকাবিলায় সব প্রস্তুতি নিয়ে রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।