শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলের কৃষক আবুল কালামকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (৬ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আলী হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মো. আবুল হোসেন, মো. রমজান আলী ও মো. নুরুল ইসলাম এবং নান্দাইল উপজেলার আবুল কাশেমের ছেলে মো. উজ্জল মিয়া। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কবীর উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আবুল কালামের সাথে জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৩ জুলাই কৃষক আবুল কালামকে স্থানীয় খালবলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে জখম করা হয়। ঘটনার ছয়দিন পর ৯ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে আবুল কালামের ছেলে মো. শরীফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment