রাজধানীর মিরপুরে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আহমেদ মাহী বুলবুলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
তবে কখন কোথা থেকে তাদের গ্রেফতার করা হল বা তাদের পরিচয় কী, সেসব বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন বুলবুল। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।