জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল – মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে মশিউর রহমান (৪০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার নওদা বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। মশিউর উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দক্ষিণ ধরঞ্জী গ্রামের অবসরপ্রাপ্ত আনছার ব্যাটালিনের সদস্য মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মশিউর আটাপাড়া হতে পাঁচবিবির দিকে আসার পথে বিপরী দিক থেকে আসা মুরগীবাহী পিকআাপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে সে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মশিউরের পরিবার।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment