মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটে সেনা সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে শাহানুর আলম সাবু (৫০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট সদর উপজেলার ধানমন্ডি পূর্ব বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট সদর উপজেলার গোয়াবাড়ীঘাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গতকাল এক সেনা সদস্যকে পরস্পর যোগসাজসে হত্যার উদ্দেশ্যে রড, লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানার মামলা করলে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উক্ত সেনা সদস্য সিএমএইচ বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment