এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
মঙ্গলবার সকালে শপথ গ্রহণ শেষে দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছে নীলফামারী পৌরসভার নবম পরিষদ।
নীলফামারী পৌরসভা কার্যালয়ে নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে সকালে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নীলফামারী পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পৌর পরিষদ।
সকলকে স্বাগত জানিয়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী পৌরবাসীর সেবার ব্রত নিয়ে আজ থেকে নতুন উদ্যমে যাত্রা শুরু হলো আমাদের।
সকল ভেদাভেদ ভুলে সংকীর্ণতা পরিহার করে জনসেবায় আমাদের আত্মনিয়োগ করতে হবে এবং উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment