কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : কর্মক্ষেত্রে ভাল কাজের স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আল আমিন হোসাইন। ২০১৯-২০ অর্থ বছরে নেত্রকোনা জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার লাভের অধিকারী হন।
রবিবার (৪ জুলাই) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম) তাঁর অফিসে তিনি আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষে এ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন পুলিশের এই কর্মকর্তার হাতে ।
উল্লেখ্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা-ইউনিটের ১-১০ গ্রেডের ৩৭ জন, ১১-২০ গ্রেডের ৫১ এবং ইউনিট প্রধান হিসেবে ০৭ জনসহ মোট ৯৫ জন (তন্মধ্যে নারী ০৬ জন) কর্মকর্তা-কর্মচারীদের গত অর্থ বছরের শুদ্ধচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।