মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
১ লা জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই প্রায় বৃষ্টি। এই বৈরি আবহাওয়ার মাঝেও সারাদেশের মত বগুড়ার শেরপুরেও জনস্বার্থে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছেন শেরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম । তিনি আজ দুপুর ১ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট পর্যন্ত শহরের ধুনট মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি জরুরী প্রয়োজনে যারা বের হয়েছে তারা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে কিনা সেটি পর্যবেক্ষণ করেন এবং সবাইকে জরুরী প্রয়োজন ব্যাতীত বাইরে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরণও করেছেন। এসময় শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) এর সদস্যবৃন্দসহ আরও অনেকই সহযোগিতা করেছেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment