মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫২ জন।
মঙ্গলবার (২৯ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩৬৮ জনের নমুনা পরিক্ষা করে ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৪১ দশমিক ৩০ ভাগ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন, এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নারীসহ মারা গেছেন ৭ জন। এদের মধ্যে বগুড়ার ৩ জন,পাবনার ১জন, নওগাঁর ১ জন, রংপুরের ১ জন এবং জয়পুর হাটের ১ জন।
বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৫১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৮৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭৭৫ জন করোনা রোগী।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment