তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মৌসুমের প্রথম বিধ্বংসী ঝড়ে ঘরবাড়ি গাছপালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সেই সাথে ঝড়ে গাছ চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। নষ্ট হয়েছে আমন ধানের গাছসহ বিভিন্ন ফসল। এদিকে ঝড়ের তাণ্ডবে নিহতরা হলেন সুন্দরগঞ্জের ময়না বেগম, পলাশবাড়ীর আবদুল গাফফার মিয়া ও জাহানারা বেগম।
ঝড় হওয়ার পর জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘হঠাৎ করেই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়ায় কোথাও কোথাও বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে আমন ধানসহ বিভিন্ন ফসল।
‘গাছ চাপা পড়ে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’