নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৪৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতের তৈরি ৭৫০ মি.লি. ওজনের ৮ বোতল ’আইস ভদকা’ এবং ৭৫০ মি.লি.ওজনের ‘ম্যাক ডুয়েলস্ নং-১’ ও ৩৭৫ মি.লি. ওজনের ২৩ বোতল ‘ম্যাক ডুয়েলস্ নং-১’ ব্র্যান্ডের বিদেশী মদ। জব্দকৃত সর্বমোট ২৩ লিটার ৬২৫ মি.লি. পরিমানের ভারতীয় এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৯৪ হাজার পাঁচশো টাকা।
এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত খয়েরী রংয়ের দেড় লক্ষ টাকা বাজার মূল্যের ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে মিরাপাড়া (তেতুলিয়া) গ্রামের সৈয়দ শহীদুল্লাহ এর ছেলে সৈয়দ রাকিবুল ওরফে কালাম (২১)।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, আজ (সোমবার) বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। এ অভিযানে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নে নেত্রকোনা-দক্ষিণ বিশিউড়াগামী পাকার রাস্তায় অরঙ্গবাদ নামক এলাকায়, বায়েজিত ট্রেডার্স নামক স্যানিটারি দোকানের দক্ষিণ পাশে, ৪৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল-আমিন বাদী হয়ে আটককৃত আসামি সৈয়দ রাকিবুল ওরফে কালামের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
