নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী নেতৃত্ব দেন।
অভিযানকালে পৌরসভার ছিলিমপুর মোড় এলাকায় “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিধিমালার বিধি ২৭ অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হচ্ছে। বিধিমালা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে ভ্রাম্যমান আদালত আইনের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাঁর ফেসবুক পোষ্টে উল্লেখ করেন, নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য কেন্দুয়া উপজেলার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
