বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক দিন হিসাবে ইতিহাস গড়তে চায় বিএনপি। ঐতিহাসিক এ দিনের সাক্ষী হয়ে থাকার জন্য তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ঝালকাঠি ও নলছিটি উপজেলার ২০ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠন এর কয়েক হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলার কাঠালিয়া এবং রাজাপুর উপজেলা থেকে পৃথক লঞ্চ যোগে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ইতিমধ্যে সড়ক পথে বিভিন্ন উপজেলা থেকে ব্যপক সংখ্যক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন । জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ৮ টায় যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ১২ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 
সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন,ঝালকাঠী জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিতে যাচ্ছেন, যা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রমাণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানানোর এই কর্মসূচি শুধু বিএনপি দলীয় কর্নসুচী নয় এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পুরনের কর্মসূচি। তারেক রহমান দেশের মানুষের ভরসার প্রতিক হয়েছেন এবং তিনিই গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের আস্থা, বিশ্বাসের নেতা সেই বার্তা জানাতে জনতার স্রোত বইবে। তিনি আরও আমরা ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা একসাথে তারেক রহমানকে স্বাগত জনাতে সমাবেশ স্থলে যাবো। তারেক রহমানের দেশে আগন এবং লক্ষ লক্ষ নেতাকর্মী ও জনতার স্বাগত জানানো দেশের রাজনীতিতে নতুন গতি আনবে এবং জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন জানান ঝালকাঠি লঞ্চঘাট থেকে রাত ৮.৩০ ঘটিকায় , নলছিটি থেকে রাত ৯ টায় এবং দপদপিয়া স্টেশন থেকে রাত ৯.৩০ ঘটকায় নেতাকর্মীরা লঞ্চে চেপে ঢাকায় পৌঁছাবেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment
