রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস, রংপুর অঞ্চল, রংপুরের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে কৃষকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ বালাইনাশক ব্যবহার এবং রবি মৌসুমের চাষাবাদে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বুধবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় উপপরিচালক মো. মনজুর রহমান, উপপরিচালক (ডিএই), নীলফামারীর নেতৃত্বে বালাইনাশক স্প্রে–ম্যানদের মধ্যে হ্যান্ড গ্লোভস, মাস্ক ও সচেতনতা–মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে কৃষকদের নিয়ে আলোচনা সভা ও নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম রাশেদুল আলম, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; মো. শাহাদৎ হোসেন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার; এবং মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি অফিসার, ডিমলা।
এ সময় আ.ন.ম শিবলী সাদিক, কৃষি সম্প্রসারণ অফিসার (এসএপিপিও), ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষি কর্মকর্তারা বলেন, রোপা আমন ধানে রোগ ও পোকার আক্রমণ রোধে সময়মতো পরিচর্যা ও নিরাপদ বালাইনাশক ব্যবহারে কৃষকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি রবি মৌসুমে ভুট্টা চাষে পরিমিত সার ব্যবহারের ওপর জোর দেন তাঁরা।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, এই প্রশিক্ষণ তাঁদের বাস্তব অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে এবং নিরাপদ চাষাবাদে আরও আগ্রহী করবে।
