নীলফামারী জেলা প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ. এফ. এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১০৯, তাং-১৩/১০/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী থানাধীন পৌরসভাস্থ চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ভাবী’র হোটেলের সামনে পৌছা মাত্রই ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী
১। মোঃ শাকিল ইসলাম (২১) পিতা- মোঃ কপুর আলী , মাতা- মোছাঃ ঝাকালী বেগম ২। মোঃ আরাফাত হোসেন (১৯) পিতা- মোঃ আকানুর মাতা- মোছাঃ মিলি বেগম উভয় সাং- বেড়াডাঙ্গা শাহাপাড়া, থানা ও জেলা-নীলফামারীদ্বয়কে আটক করিতে সক্ষম হয়।
বিধি মোতাবেক তাহাদের দেহ তল্লাশী করিয়া ২টি মোবাইল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক ইং১৪/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ০০.৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ৮। আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ শাকিল ইসলাম (২১) পিতা- মোঃ কপুর আলী , মাতা- মোছাঃ ঝাকালী বেগম ২। মোঃ আরাফাত হোসেন (১৯) পিতা- মোঃ আকানুর মাতা- মোছাঃ মিলি বেগম উভয় সাং- বেড়াডাঙ্গা শাহাপাড়া, থানা ও জেলা-নীলফামারী।