পবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (১৪ মে) বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রর সামনে থেকে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ঢাবিতে লাশ পড়ে, ইন্ট্রিম কি করে’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না’—ইত্যাদি স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।