নিজস্ব প্রতিবেদক: নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ রোডে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা “আমার বোনের কান্না, আর না, আর না” এবং “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই” স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা।
মানববন্ধনটি পরিচালনা করেন ছাত্রদল কর্মী মোস্তাকিম শুভ। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিহাব আহমেদ রাসেল, সদস্য সচিব মোকাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম-আহবায়ক এনামুল হকসহ অন্যান্য নেতারা।
বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে এবং এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।