নেত্রকোণা প্রতিনিধি
মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে নেত্রকোণায় সুপ্ত সাহা অনীক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নেত্রকোনা শহরের আন্তজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপ্ত সাহা অনীক সম্প্রতি তাঁর ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) কটূক্তি করে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুপ্ত সাহা অনীকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা।
ঘটনার পরপরই গা-ঢাকা দেন সুপ্ত সাহা। অবশেষে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সুপার আরও বলেন, সুপ্ত সাহা অনীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
