ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা কর্তৃক আয়োজিত ‘শহীদ সাজিদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল ম্যাচে বিজয়ী হয় দর্শন বিভাগ। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন খেলা আইন বিভাগ হয় রানারআপ। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ক্যাম্পাসের প্রোগোজ স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলায় ‘ফাইনাল অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয় দর্শন বিভাগ দলের খেলোয়াড় মোহাম্মদ বাদশাহ মিয়া। টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছে একই দলের খেলোয়াড় ভূইয়া আনোয়ার। ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে আইন বিভাগ দলের খেলোয়াড় সোহান ইসলাম। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় তৌহিদুল ইসলাম বলেন, আজকে আমরা দর্শন বিভাগ আইন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হই।
দর্শন বিভাগের একজন খেলোয়াড় হিসেবে আমি খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, এত সুন্দর একটি টুর্নামেন্টে আয়োজনের জন্য। আশা করি প্রতিবছরই তারা এমন টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন প্রক্টর তাজাম্মুল ইসলাম শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. রইছ উদ্দিন ও দর্শন বিভাগের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম। শহীদ সাজিদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টটিতে মোট ৩২ টি ডিপার্টমেন্টের টীম অংশগ্রহন করে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রোগোজ স্কুল মাঠে।