রংপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।
বুধবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমরা খুশি। এ সম্পর্ক আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করছি।
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যেসব পণ্যের চাহিদা রয়েছে সেগুলো যাচাই করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি তিনি অবহিত করবেন।
অনুষ্ঠানে রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক উপস্থিত ছিলেন।