রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ক্যাম্পাসের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম’র সভাপতিত্বে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি জগৎবন্ধু মন্ডল।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর আব্দুর মান্নান, উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মহহেবুল্লাহ সরকার (ছকু), সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহিম আলী সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।