আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, সুব্রত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য রফিক তালুকদার। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রতিযোগীবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়৷